রোহিঙ্গাদের লাশের গন্ধে ভারী হয়ে উঠছে প্রিয় গ্রাম শাহ পরীর দ্বীপের বাতাস। গ্রামের বাড়িতে ঈদ করতে এসে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। রাখাইনদের নির্যাতনের চিত্র সবারই জানা। কিন্তু বিশ্বাস করতে কস্ট হয়, রোহিঙ্গাদের প্রতি বাঙ্গালীদের নিষ্ঠুরতা দেখে।
মানবিক খাতিরে বাংলাদেশ প্রশাসন অনেকটা নমনীয়। খুলে দেওয়া হয়েছে প্রবেশ পথ। প্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা! সকাল থেকে দেখে আসছি শত শত নারী- শিশু ভেজা কাপড়ে বসে আছে রাস্তার দু'ধারে। কিন্তু মানুষরূপী কিছু নরপশু তাদের পকেট ভারী করতে ব্যস্ত। আশ্রয়ের নামে হাতিয়ে নিচ্ছে তাদের সাথে থাকা শেষ সম্বলটুকু। পথে ডাকাতি করা হচ্ছে রোহিঙ্গাদের। অপহরণ করে লক্ষ লক্ষ টাকা আদায় করে নেওয়া হচ্ছে। নির্যাতনের উপর মহা নির্যাতন। ধিক্কার জানাব কাদের প্রতি??
মায়ানমারের রাখাইনদের প্রতি নাকি স্বদেশীয় নরপশুদের প্রতি???
আজকে আমাদের গ্রামে ভেসে আসা কিছু লাশের কিছু খন্ডচিত্র!!
Dead body procession is not stopped !! Rohingya's body is becoming heavy with the smell of the bodies of the beloved village of Shah Parey Island. It is a terrible experience to come to Eid in the village home. The Rakhines' torture image is known to everyone. But to believe, they have seen the cruelty of the Bengali people towards the Rohingyas. For humanitarian reasons, the administration of Bangladesh is very flexible. Open Access Thousands of Rohingya are entering! From the morning, hundreds of women and children are sitting in wet cloth on both sides of the street. But some of the manpicious people are busy doing their pockets heavy. They are taking shelter in the name of the shelter with the last treasure. Rohingyas are being robbed on the way. Taka lakhs of rupees are being taken for kidnapping. Great torture on torture. Who will win the match? Myanmar's Rakhines or Indigenous Bowsers ??? Today, some parts of the dead body of our village are buried !!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.